আগুনে গলে যাওয়া দেশ সুদান, সভ্যতার নিঃশেষ নীরবতা
সুদান এক সময় নীলনদের তীরে সভ্যতার আশ্রয়স্থল ছিল আজ ধ্বংসের আর্তনাদে কাঁপছে। শহরের উপরে কালো ধোঁয়া, বাজারের জায়গায় বোমার গর্ত, হাসপাতালের মেঝেতে ছড়িয়ে থাকা রক্ত—এ এক এমন নরক যেখানে মানবতা কেবল একটি পরিত্যক্ত শব্দ।