কারাগারে মারা যাওয়া ভারতীয় নাগরিকের মরদেহ হস্তান্তর
কারাভোগ শেষেও আটকে থাকা ভারতীয় ও বাংলাদেশি জেলবন্দীদের পরিবারের কাছে পৌচ্ছে দেওয়ার কাজ করে যাওয়া বাঙালি বজরঙ্গি ভাইজান খ্যাত ঢাকার শামসুল হুদার উদ্যোগে এবার পরিবারের কাছে ফিরল বিজলি কুমার রায় নামে এক ভারতীয় নাগরিকের মরদেহ।