আয়-মুনাফার পূর্বাভাসে চীনকে বাদ দিচ্ছে এনভিডিয়া
যুক্তরাষ্ট্রের রফতানি নিষেধাজ্ঞার কারণে দেশটির চিপ নির্মাতা এনভিডিয়া এখন রাজস্ব ও মুনাফার পূর্বাভাসে চীনকে গণনায় রাখছে না। কোম্পানিটির সিইও জেনসেন হুয়াং সম্প্রতি বলেন, ‘অদূর ভবিষ্যতে এ নিষেধাজ্ঞা শিথিল হওয়ার সম্ভাবনাও কম। যুক্তরাষ্ট্র এরই মধ্যে এনভিডিয়ার সবচেয়ে আধুনিক এআই চিপ এইচ২০ চীনে রফতানি করতে লাইসেন্স বাধ্যতামূলক করেছে। ফলে চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন) কোম্পানির আয় কমতে পারে ৮০০ কোটি ডলার। তাই এনভিডিয়া এখন চীনের বাইরে অন্যান্য বাজারকে গুরুত্ব দিচ্ছে।