Web Analytics

কক্সবাজারে মঙ্গলবার তারাবির নামাজ শেষে নিজ ঘরে ফেরার সময় ২০ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের হেড মাঝি মোহাম্মদ নুরকে (২৫) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। তারা মিয়ানমারের রাখাইনের মংডু থেকে ২০১৭ সালে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেন। স্থানীয় বাসিন্দাদের বরাতে অতিরিক্ত ডিআইজি সিরাজ আমিন জানান, মসজিদে তারাবির নামাজ শেষ করে নিজের ঘরে ফিরছিলেন নুর। পথে তাকে এলোপাতাড়ি কোপায় দুর্বৃত্তরা। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। গত রমজানেও নিহত নুরকে কুপিয়ে ছিল দুর্বৃত্তরা। ব্যক্তিগত শত্রুতার জেরে এ হত্যাকাণ্ড হতে পারে।

Card image

নিউজ সোর্স

RTV 05 Mar 25

কক্সবাজারে রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

কক্সবাজারের উখিয়ায় মসজিদে তারাবির নামাজ শেষ করে নিজের ঘরে ফেরার সময় ২০ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের হেড মাঝি মোহাম্মদ নুরকে (২৫) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।