পূর্বাঞ্চলে বন্যার মাঝেই উত্তরে বাড়ছে নদ-নদীর পানি
টানা বৃষ্টি ও উজানের ঢলে ফেনীর মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙে শতাধিক গ্রাম প্লাবিত হয়েছে। অবশ্য বৃষ্টিপাত কমতে শুরু করায় পরশুরামে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। তবে বন্যার পানি ফুলগাজী গড়িয়ে ছাগলনাইয়া ও সদর উপজেলায় ঢুকতে শুরু করেছে। পূর্বাঞ্চলের এ জেলায় বন্যার মাঝেই বাড়তে শুরু করেছে তিস্তাসহ কয়েকটি নদ-নদীর পানি। গতকাল পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বন্যার পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ২৪ ঘণ্টায় তিস্তার পানি বিপৎসীমায় পৌঁছে নদীসংলগ্ন রংপুর, নীলফামারী, লালমনিরহাট ও কুড়িগ্রামের নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। এছাড়া টানা বৃষ্টিতে ২১টি জেলায় ৭২ হাজার ৭৬ হেক্টর জমির ফসল পানিতে নিমজ্জিত হয়েছে বলে জানিয়েছে কৃষি মন্ত্রণালয়।