এক সিগারেটেই পুড়ে ছাই ১০ হাজার একর জমি
মাত্র এক টুকরো সিগারেটে তিন দিন জ্বলেছে গ্রিসের চিওস দ্বীপ। পুড়ে ছাই হয়ে গেছে ১০ হাজার একর জমি। রোববার শুরু হওয়া এ দাবানল গ্রাস করেছে বণভূমি, চারণভূমি, জীববৈচিত্র্যসহ এক বিস্তৃত অঞ্চল। বুধবার আগুন নিয়ন্ত্রণে এলেও অঞ্চলজুড়ে শত শত দমকলকর্মী আগুনের পুনঃপ্রজ্বালন ঠেকাতে কাজ করছেন। মঙ্গলবার রাতে আগুনের সূত্রপাত ঘটানোর সন্দেহে এক জর্জিয়ান নারীকে গ্রেফতার করা হয়েছে।