জাপানি টহল বিমানকে চীনা যুদ্ধবিমানের ধাওয়া নিয়ে উদ্বেগ টোকিওর
প্রশান্ত মহাসাগরে প্রথমবারের মতো চীনের দুটি বিমানবাহী রণতরী ‘শ্যানডং’ ও ‘লিয়াওনিং’ একসঙ্গে অভিযান চালানোর কয়েক দিনের মধ্যেই জাপানের টহল বিমানকে চীনা যুদ্ধবিমান অত্যন্ত কাছাকাছি এসে ধাওয়া করেছে বলে অভিযোগ তুলেছে টোকিও। খবর রয়টার্সের।