Web Analytics

চীনা যুদ্ধবিমানগুলো জাপানের সামরিক পি-৩সি টহল বিমানের খুব কাছ থেকে ধাওয়া দেয়ার ঘটনায় জাপান তীব্র প্রতিবাদ জানিয়েছে। ৭ ও ৮ জুন আন্তর্জাতিক জলসীমায় ওকিনাওয়া এলাকার কাছে এই ঘটনা ঘটে, যেটি চীনের দুটি বিমানবাহী রণতরী ‘শ্যানডং’ ও ‘লিয়াওনিং’ এর প্রথম যৌথ প্রশান্ত মহাসাগর অভিযান পরবর্তী সময়ে সংঘটিত হয়। জাপান বলেছে, এমন ঘনিষ্ঠ উড়োজাহাজ চলাচল দুর্ঘটনার ঝুঁকি তৈরি করে এবং এ ধরনের ঘটনা পুনরায় না ঘটানোর জন্য চীনের প্রতি কড়া অনুরোধ জানানো হয়েছে।

12 Jun 25 1NOJOR.COM

জাপানি টহল বিমানকে চীনা যুদ্ধবিমানের ধাওয়ায় টোকিওর কড়া প্রতিবাদ

নিউজ সোর্স

জাপানি টহল বিমানকে চীনা যুদ্ধবিমানের ধাওয়া নিয়ে উদ্বেগ টোকিওর

প্রশান্ত মহাসাগরে প্রথমবারের মতো চীনের দুটি বিমানবাহী রণতরী ‘শ্যানডং’ ও ‘লিয়াওনিং’ একসঙ্গে অভিযান চালানোর কয়েক দিনের মধ্যেই জাপানের টহল বিমানকে চীনা যুদ্ধবিমান অত্যন্ত কাছাকাছি এসে ধাওয়া করেছে বলে অভিযোগ তুলেছে টোকিও। খবর রয়টার্সের।