ইরানি বিমানে মার্কিন হামলা ‘ভুল’ নয়, হিসাবকষা যুদ্ধাপরাধ
আজ ৩৭ বছর আগের এই দিনে অর্থাৎ ফার্সি ১৩৬৭ সালের ১২ তারিখ (১৯৮৮ সালের ৩ জুলাই) ইরানের আকাশে সংঘটিত হয় ইতিহাসের এক ভয়াবহ বিমান হামলা। পারস্য উপসাগরের হরমুজ প্রণালিতে অবস্থান করা মার্কিন যুদ্ধজাহাজ ইউএসএস ভিনসেন্স দুটি ক্ষেপণাস্ত্র ছোড়ে ‘ইরান এয়ার’র ফ্লাইট ৬৫৫ যাত্রীবাহী বিমান লক্ষ্য করে। বিমানটি ইরানের বন্দর আব্বাস থেকে দুবাইয়ের উদ্দেশে যাত্রা করেছিল মাত্র ৩০ মিনিটের দূরত্বের একটি বাণিজ্যিক রুটে।