নতুন শুল্কনীতি : বন্ধু থেকে প্রতিবেশী, কাউকেই ছাড় দেননি ট্রাম্প
নির্বাহী আদেশে নতুন আমদানি শুল্ক আরোপ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল জারি করা নতুন আদেশ অনুযায়ী, যেসব দেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য সম্পর্ক এখনো সমান না ( কোনো চুক্তি হয়নি) , সেসব দেশের পণ্যের ওপর অতিরিক্ত শুল্ক আরোপ করা হয়েছে। এতে সিরিয়ার জন্য শুল্ক হার সর্বোচ্চ ৪১ শতাংশ পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি কানাডার ওপর ২৫ শতাংশ থেকে বাড়িয়ে ৩৫ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছে। খবর এনবিসি নিউজ।