নারায়ণগঞ্জ সিটি করপোরেশনে অটোচালকদের হামলা, আহত ৮
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নগর ভবনে হামলা চালিয়েছে ইজিবাইক চালকেরা। এতে সিটি করপোরেশনের স্টাফসহ অন্তত আটজন আহত হয়েছেন। এ সময় লোহার গেট ভেঙে প্রায় দেড় ঘণ্টা নগরভবন অবরুদ্ধ করে রাখেন চালকরা। এরপর পুলিশ গিয়ে পরিস্থিতি শান্ত করেন। সোমবার দুপুরে শহরের নিতাইগঞ্জ এলাকায় অবস্থিত নারায়ণগঞ্জ নগর ভবনে এ হামলার ঘটনা ঘটে।