বাংলাদেশে এআই: অবারিত ব্যবহার, নেই আইনি লাগাম; কতটা নিরাপদ আমরা?
গত বছর আগস্টে যখন বাংলাদেশের আটটি জেলায় বন্যা হয়, তখন তিন বা চার বছর বয়সী এক শিশুর প্রায় কাঁধ পর্যন্ত বন্যার পানিতে ডুবে থাকার সাদা- কালো একটি ছবি তোলপাড় তোলে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এই ছবিটি ফেসবুকে শেয়ার করেছিলেন আইন উপদেষ্টা আসিফ নজরুল ও নায়িকা পরিমনিও।