মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় হতাহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ন্যাশনাল আওয়ামী পার্টি-ন্যাপ তাদের ৬৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর সব আনুষ্ঠানিকতা বাতিল করেছে। ১৯৫৭ সালের ২৬ জুলাই মজলুম জননেতা মওলানা ভাসানীর নেতৃত্বে প্রতিষ্ঠিত দলটি জানিয়েছে, এবার কেক কাটার অনুষ্ঠান না করে দেশব্যাপী দোয়ার আয়োজন হবে। চেয়ারম্যান জেবেল রহমান গানি ও মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া বলেন, জাতীয় ঐক্যের মাধ্যমে সংকট উত্তরণ ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠনে দলকে আরও গতিশীল করতে হবে। নেতারা ভাসানীসহ প্রয়াত সব নেতার প্রতি শ্রদ্ধা জানিয়ে গণতান্ত্রিক রাষ্ট্র গঠনে ঐক্যবদ্ধ লড়াইয়ের আহ্বান জানান।