Web Analytics

ইরানে সরকারবিরোধী বিক্ষোভ তীব্র আকার ধারণ করেছে। রাজধানী তেহরানে বিক্ষোভকারীরা ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগ চালিয়েছে, যার মধ্যে একটি মসজিদে আগুন দেওয়ার ঘটনাও রয়েছে। বিক্ষোভকারীদের হাতে দেখা গেছে ১৯৭৯ সালের বিপ্লব-পূর্ব সময়ের পতাকা। রুশ সংবাদমাধ্যম তাস জানায়, তেহরানের মেয়র আলিরেজা জাকানি জানিয়েছেন, একটি হাসপাতাল ও দুটি চিকিৎসা কেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়েছে, ২৬টি ব্যাংক লুট করা হয়েছে এবং ইসলামিক বিপ্লবী গার্ড কর্পসের মিলিশিয়া বাহিনী বাসিজের সদর দপ্তরে হামলা হয়েছে। তিনি বলেন, রাজধানীতে ক্ষয়ক্ষতি মেরামতের কাজ চলছে।

জাকানি আরও জানান, বিক্ষোভকারীরা ১০টি সরকারি ভবন, ৪৮টি ফায়ার ট্রাক, ৪২টি বাস ও অ্যাম্বুলেন্স এবং ২৪টি অ্যাপার্টমেন্ট ক্ষতিগ্রস্ত করেছে। গত ২৮ ডিসেম্বর ইরানি রিয়ালের দরপতনের প্রতিবাদে ব্যবসায়ীরা মধ্য তেহরানে বিক্ষোভ শুরু করেন, যা পরে সারাদেশে ছড়িয়ে পড়ে। রাষ্ট্রীয় টিভি সাধারণ মানুষকে বিক্ষোভে অংশ না নিতে আহ্বান জানায় এবং অভিভাবকদের সন্তানদের দূরে রাখার সতর্কতা দেয়।

তেহরানের এক চিকিৎসক টাইম সাময়িকীকে জানান, রাজধানীর ছয়টি হাসপাতালে অন্তত ২১৭ জনের লাশ এসেছে, যাদের অধিকাংশই গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।