Web Analytics

আসন্ন নির্বাচন ও সংবিধান সংস্কার নিয়ে গণভোট অনুষ্ঠিত হলে বিএনপি তাতে ‘হ্যাঁ’ ভোট দেবে বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খান। মঙ্গলবার বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে তিনি এ মন্তব্য করেন।

নজরুল ইসলাম খান বলেন, বিএনপি সবসময় রাষ্ট্রের গুণগত সংস্কারের পক্ষে এবং তারাই প্রথম সংস্কারের দাবি তুলেছিল। তিনি আরও জানান, দলটি জাতীয় সংসদে নারীদের আসন বৃদ্ধির প্রস্তাব দিয়েছে। বিকেল ৪টায় শুরু হওয়া বৈঠকে বিএনপির চার সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন নজরুল ইসলাম খান। প্রতিনিধি দলে ছিলেন ইসমাইল জবিউল্লাহ, মোহাম্মদ জকরিয়া ও রুহুল কুদ্দুস কাজল। বৈঠকে প্রধান নির্বাচন কমিশনারসহ অন্যান্য কমিশনার ও ইসি সচিব উপস্থিত ছিলেন।

বিএনপির এই অবস্থান ইঙ্গিত দেয় যে, গণভোট আয়োজিত হলে দলটি সংবিধান সংস্কার ও নির্বাচনী প্রক্রিয়ায় ইতিবাচকভাবে অংশ নিতে প্রস্তুত।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।