Web Analytics

বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী জেলা সভাপতি খায়রুল কবির খোকন বলেছেন, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আপসহীন ও দৃঢ় নেতৃত্বের কারণেই শেখ হাসিনার পতন ঘটেছে। রবিবার নরসিংদীর মাধবদীতে জেলা মহিলা দলের আয়োজিত দোয়া মাহফিল ও নারী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। খোকন অভিযোগ করেন, সরকার খালেদা জিয়ার প্রতি অন্যায় আচরণ করেছে এবং তাকে যথাযথ চিকিৎসা থেকে বঞ্চিত করেছে। পরিবারের আবেদন সত্ত্বেও বিদেশে চিকিৎসার সুযোগ না দিয়ে তাকে কষ্ট দেওয়া হয়েছে বলে তিনি দাবি করেন। খোকন বলেন, খালেদা জিয়া কখনও স্বৈরাচারী সরকারের সঙ্গে আপস করেননি এবং সারাজীবন দেশের মানুষের কল্যাণে কাজ করেছেন। তিনি নেতাকর্মীদের তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ুর জন্য দোয়া করতে আহ্বান জানান। অনুষ্ঠানে বিএনপির শিরিন সুলতানা, আবু সালেহ চৌধুরীসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।