খুলনা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা মঙ্গলবার (১৩ জানুয়ারি ২০২৬) রাতে রেজিস্ট্রেশন ফি বৃদ্ধি ও ছাত্র প্রতিনিধি ব্যবস্থা বাতিলের দাবিতে বিক্ষোভ করেছে। হাদি চত্বর থেকে শুরু হওয়া মিছিলটি বিভিন্ন হল প্রদক্ষিণ করে উপাচার্যের বাসভবনের সামনে গিয়ে অবস্থান নেয়। শিক্ষার্থীরা সংক্ষিপ্ত সমাবেশে রেজিস্ট্রেশন ফি কমানো, কোর্স রেজিস্ট্রেশনের সময়সীমা বাড়ানো এবং ছাত্র প্রতিনিধি পদ্ধতি বাতিলের দাবি জানান।
সমাবেশে বক্তারা অভিযোগ করেন, কোনো আলোচনা ছাড়াই রেজিস্ট্রেশন ফি বাড়ানো হয়েছে, যা শিক্ষার্থীদের জন্য অযৌক্তিক। তারা আশঙ্কা প্রকাশ করেন যে ছাত্র প্রতিনিধি ব্যবস্থা চালু হলে অরাজনৈতিক ক্যাম্পাসে রাজনীতি প্রবেশ করবে। শিক্ষার্থীরা এক কর্মদিবসের মধ্যে দাবি পূরণ না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন।
সহকারী ছাত্রবিষয়ক পরিচালক এহসান মাজিদ মোস্তফা শিক্ষার্থীদের বক্তব্য শুনে জানান, তাদের দাবি প্রশাসনের কাছে পৌঁছে দেওয়া হবে। তবে প্রফেসর ড. মো. রেজাউল করিম বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুল তথ্য ছড়ানো হচ্ছে এবং কোনো রেজিস্ট্রেশন ফি বাড়ানো হয়নি।