গায়ক মাইনুল আহসান নোবেল আবারও পুলিশের হাতে আটক হয়েছেন। শনিবার (১৯ জুলাই) মধ্যরাতে মদ্যপ অবস্থায় এক উবার চালককে মারধরের অভিযোগে মিরপুর মডেল থানা পুলিশ তাকে আটক করে। ভুক্তভোগী চালক জানান, গন্তব্যে পৌঁছেও গাড়ি থেকে নামতে চাননি নোবেল, বরং গালাগাল ও মারধর করেন। ঘটনার সময় তার সঙ্গে ছিলেন প্রাক্তন স্ত্রী সালসাবিল। স্থানীয় জনতা জড়ো হলে পুলিশ এসে নোবেলসহ গাড়ি ও চালককে থানায় নিয়ে যায়। এর আগেও কুড়িগ্রামে উচ্ছৃঙ্খল আচরণ ও ঢাকায় ধর্ষণ মামলায় গ্রেফতারসহ নানা বিতর্কে জড়িয়েছেন এই গায়ক।