বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, এখন অনেকেই বিএনপিকে আমলে নিতে চাচ্ছে না, তবে নির্বাচন হলে প্রকৃত শক্তি প্রকাশ পাবে এবং নির্বাচন জরুরি। তিনি অভিযোগ করেন, সরকার সংস্কার ও বিচার নাম করে নির্বাচন ঠেকানোর জন্য নানা ফেতনা করছে। দুদু বললেন, বিএনপি ইতিপূর্বে ভোটে জিতে ক্ষমতায় এসেছে এবং এবারও ক্ষমতায় যাওয়ার প্রত্যাশা রাখে। তিনি সরকারকে নির্বাচনের নির্দিষ্ট তারিখ ঘোষণা করার আহ্বান জানান। পাশাপাশি দুদু বলেন, স্বৈরতন্ত্র যেন আর বাংলাদেশে ফিরে না আসতে পারে তার একমাত্র পথ গণতন্ত্র প্রতিষ্ঠা করা। গণতন্ত্র ছাড়া বাংলাদেশকে রক্ষা করা যাবে না। গণতন্ত্র ছাড়া মানুষের অধিকার ফিরিয়ে দেওয়া যাবে না।