Web Analytics

জোড়া খুন মামলার আসামি সাজ্জাদ হোসেন ওরফে ছোট সাজ্জাদকে নিয়ে সন্ত্রাসবিরোধী মহড়া দেওয়ায় লাইভে এসে তার স্ত্রী তামান্না শারমিন বলেছেন, ‘আমার হাজবেন্ড কি কুরবানির গরু যে তাকে রশিবেঁধে মাইকিং করে রাস্তায় রাস্তায় ঘোরাতে হবে। ওসি আরিফ চাইলেই তো তাকে গুলি করে মারতে পারে। এত অপমান করার কী দরকার। এতে কী মানবাধিকার লঙ্ঘন হচ্ছে না!' এক ডজনেরও বেশি মামলার আসামি ছোট সাজ্জাদকে পুলিশ গত মাসে বসুন্ধরা সিটি থেকে গ্রেফতার করে। এর আগে সাজ্জাদ ফেসবুক লাইভে এসে ওসি আরিফকে ল্যাংটা করে পেটানোর হুমকি দিয়েছিলেন। গ্রেফতারের পর ফেসবুক লাইভে এসে সাজ্জাদের স্ত্রী দম্ভ করে বলেন- কাড়ি কাড়ি টাকা খরচ করে তিনি তার স্বামীকে জেল থেকে বের করে আনবেন। সাজ্জাদকে পুলিশের হাতে ধরিয়ে দেওয়ার ‘অপরাধে’ তার প্রতিদ্বন্দ্বী গ্রুপের আরেক সন্ত্রাসী সরওয়ার হোসেন বাবলাকে হত্যার পরিকল্পনা করেন কারাবন্দি সাজ্জাদের স্ত্রী তামান্না।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।