Web Analytics

২০২৪ সালের গণঅভ্যুত্থানের সময় লুণ্ঠিত অস্ত্র উদ্ধার না হওয়া পর্যন্ত আসন্ন জাতীয় নির্বাচন স্থগিতের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। বুধবার (১৪ জানুয়ারি) আইনজীবী মো. মাহমুদুল হাসান এই রিট দায়ের করেন। এতে মন্ত্রিপরিষদ সচিব, স্বরাষ্ট্র সচিব, আইন সচিব, নির্বাচন কমিশন সচিব, পুলিশ মহাপরিদর্শক এবং র‍্যাব মহাপরিচালককে বিবাদী করা হয়েছে।

রিটে উল্লেখ করা হয়েছে, বিভিন্ন গণমাধ্যমের তথ্যমতে ২০২৪ সালের গণঅভ্যুত্থানের সময় দেশের বিভিন্ন থানাসহ আইনশৃঙ্খলা বাহিনীর কার্যালয় থেকে ৫ হাজার ৭৫০টি আগ্নেয়াস্ত্র ও ৬ লাখ ৫১ হাজার ৬০৯ রাউন্ড গুলি লুট হয়। সরকার পুরস্কার ঘোষণা করলেও এসব অস্ত্রের একটি বড় অংশ এখনো উদ্ধার হয়নি। রিটে বলা হয়েছে, এসব অবৈধ অস্ত্র সন্ত্রাসীদের হাতে থাকায় ভোটার ও প্রার্থীদের জীবন ঝুঁকিতে রয়েছে।

রিটে আরও দাবি করা হয়েছে, সব লুণ্ঠিত অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার এবং নিরাপদ ভোট পরিবেশ নিশ্চিত না হওয়া পর্যন্ত জাতীয় নির্বাচন স্থগিত রাখতে আদালতের নির্দেশনা প্রয়োজন।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।