সংসদ নির্বাচনে এনসিপি প্রয়োজনবোধে জোটগতভাবে নির্বাচনে অংশ নেওয়ার সম্ভাবনা রয়েছে, আবার এককভাবেও হতে পারে বলে মন্তব্য করেছেন এনসিপির যগ্ম-আহ্বায়ক ড. আতিক মুজাহিদ। তিনি বলেন, কুড়িগ্রাম জেলার সমস্যা ও সমাধান চিহ্নিত করে তা থেকে উত্তরণের বিষয়ে কী পদক্ষেপ গ্রহণ করা যায় সে বিষয়ে সাংবাদিকদের মতামত জানা জরুরি। কারণ স্থানীয় সমস্যাগুলো সম্পর্কে তারাই ভালো বলতে পারবেন।