মালয়েশিয়ার অভিবাসী দমন অভিযানে বাংলাদেশীসহ বিভিন্ন দেশের ৩৭ জনকে আটক করেছে ইমিগ্রেশন পুলিশ। ১১ ফেব্রুয়ারি মঙ্গলবার মধ্যরাতে সেলাঙ্গর রাজ্যে অভিযান চালিয়ে ৩৭ অভিবাসীকে আটক করা হয়েছে বলে জানিয়েছে মালয়েশিয়া ইমিগ্রেশন ডিপার্টমেন্টের মহাপরিচালক। অভিযানে ৮২ জনকে আটক করে পরীক্ষার পর ১৯ থেকে ৫০ বছর বয়সী অভিবাসীকে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার করা হয়। সংস্থাটি জানিয়েছে আটককৃতরা বাংলাদেশ, পাকিস্তান, ইন্দোনেশিয়া ও মিয়ানমারের নাগরিক। তবে কতজন বাংলাদেশী তা জানানো হয়নি।