১১ দিন ধরে বন্ধ থাকা বাকৃবি দ্রুত খুলে দেওয়া, বহিরাগত হামলার বিচার এবং একাডেমিক কার্যক্রম শুরু করার দাবিতে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। বৃহস্পতিবার সকাল জব্বারের মোড়ে ঘণ্টাব্যাপী এ মানববন্ধনে অংশ নেন বিভিন্ন অনুষদের শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা অভিযোগ করেন, গত ৮ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের চলমান সংকট নিরসনে ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. শহিদুল হকের নেতৃত্বে প্রশাসনের সঙ্গে বৈঠক হয়। ওই বৈঠকে শিক্ষার্থীরা তাদের ছয় দফা দাবি উপস্থাপন করেন। বৈঠক শেষে উপাচার্যসহ প্রশাসন জানিয়েছিল, রাতের মধ্যেই বিষয়টি নিয়ে সিদ্ধান্ত জানানো হবে। তবে এখনো কোনো সিদ্ধান্ত জানানো হয়নি, এমনকি সিন্ডিকেট মিটিংও ডাকা হয়নি। দীর্ঘদিন বন্ধ থাকায় নিয়মিত ক্লাস ও পরীক্ষা থেকে বঞ্চিত হচ্ছি। এতে সেশনজটসহ বড় ধরনের একাডেমিক সংকটে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। তাই শিক্ষার্থীরা দ্রুত সময়ের মধ্যে সিন্ডিকেট মিটিং ডেকে ছয় দফা দাবি বাস্তবায়ন এবং বিশ্ববিদ্যালয় খুলে দেওয়ার দাবি জানান।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।