Web Analytics

বাংলাদেশ সরকার সীমান্তে বিএসএফের গুলিতে নিহত কিশোরী ফেলানী খাতুনের স্মরণে ঢাকার গুলশান-২ থেকে প্রগতি সরণি পর্যন্ত সড়কটির নামকরণ করেছে ‘ফেলানী এভিনিউ’। বিজয় দিবসে আয়োজিত এই নামফলক উন্মোচন অনুষ্ঠানে স্থানীয় সরকার ও গৃহায়ন উপদেষ্টা আদিলুর রহমান খান বলেন, বাংলাদেশের মানুষ সীমান্ত হত্যা বন্ধ চায় এবং এই নামকরণ সেই দাবির প্রতীক। অনুষ্ঠানটি আয়োজন করে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)।

আদিলুর রহমান বলেন, ফেলানীর নাম স্মরণ করিয়ে দেয় সীমান্তে ঘটে যাওয়া নিষ্ঠুরতার কথা এবং এটি বিশ্বের বিবেককে জাগ্রত করার আহ্বান। স্থানীয় সরকার সচিব মো. রেজাউল মাকছুদ জাহেদী ঘটনাটিকে মানবাধিকার লঙ্ঘন হিসেবে উল্লেখ করেন। ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজ জানান, ফেলানীর নামে সড়ক নামকরণ দেশের মর্যাদা ও প্রতিবাদের প্রতীক।

এই উদ্যোগ সীমান্তে মানবাধিকার রক্ষায় বাংলাদেশের অবস্থানকে পুনর্ব্যক্ত করেছে এবং ভবিষ্যতে সীমান্তে সহিংসতা রোধে কূটনৈতিক প্রচেষ্টা জোরদারের ইঙ্গিত দিয়েছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।