Web Analytics

সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া জুলাই বিপ্লবী শহীদ হাদির মরদেহ শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে নেওয়া হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে। বর্তমানে তার মরদেহ জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের হিমঘরে রাখা হয়েছে। হাদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশে দাফন করা হবে।

শুক্রবার সন্ধ্যায় সিঙ্গাপুর থেকে হাদির মরদেহ ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। এ সময় সরকারের উপদেষ্টা আদিলুর রহমান খান, পরিবেশবিদ সৈয়দা রিজওয়ানা হাসান, চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সরোয়ার ফারুকী, সাংবাদিক মাহমুদুর রহমানসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা উপস্থিত ছিলেন।

গত ১২ ডিসেম্বর রাজধানীর বিজয়নগরে মোটরসাইকেল আরোহীদের গুলিতে হাদি গুরুতর আহত হন। পরে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হলে সেখানে তার মৃত্যু হয়। এই হত্যাকাণ্ডে নাগরিক সমাজ ও মানবাধিকার সংগঠনগুলো উদ্বেগ ও নিন্দা জানিয়েছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।