বাংলাদেশের চিকিৎসা ইতিহাসে প্রথমবার সফলভাবে ‘ডিপ ব্রেইন স্টিমুলেশন’ (ডিবিএস) ব্যাটারি প্রতিস্থাপন সার্জারি সম্পন্ন হয়েছে ঢামেক হাসপাতালে। সোমবার (২৭ অক্টোবর) অধ্যাপক ডা. জাহিদ রায়হানের নেতৃত্বে এই সার্জারি সম্পন্ন হয়। রোগী মো. জাকির হোসেন (৩৯) ২০১৭ সালে প্রথম ডিবিএস সার্জারি করেছিলেন। এবার তার বুকে নন–রিচার্জেবল ব্যাটারি প্রতিস্থাপন করা হয়। সার্জারিটি অনুষ্ঠিত হয় ক্রেডিবল সলিউশন আয়োজিত বিশেষ ওয়ার্কশপে, যারা বেইজিং পিনস মেডিকেল-এর অনুমোদিত পরিবেশক। পিনস বিশ্বব্যাপী স্বীকৃত একটি শীর্ষ প্রতিষ্ঠান ডিবিএস প্রযুক্তিতে। বিশেষজ্ঞরা বলেন, এ অর্জন বাংলাদেশের নিউরোসার্জারিতে এক যুগান্তকারী পদক্ষেপ। এখন উন্নত ডিবিএস ব্যাটারি প্রতিস্থাপন দেশেই করা সম্ভব, বিদেশে না গিয়েই। ডিবিএস প্রযুক্তি পারকিনসন্স ডিজিজ, ডিস্টোনিয়া ও অন্যান্য মুভমেন্ট ডিজঅর্ডারের চিকিৎসায় কার্যকর ভূমিকা রাখে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।