Web Analytics

প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স প্রবাহ বাড়ানো ও খরচ নিয়ন্ত্রণে নতুন উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। এ উদ্যোগের আওতায় বাণিজ্যিক ব্যাংকগুলোকে প্রতিদিনের রেমিট্যান্স লেনদেনের বিস্তারিত তথ্য—যেমন ফি, বিনিময় হার, কর ও অন্যান্য খরচ—পরবর্তী দিনের দুপুর ১২টার মধ্যে কেন্দ্রীয় ব্যাংকে পাঠাতে হবে। এ জন্য পৃথক দুটি ছক সরবরাহ করেছে কেন্দ্রীয় ব্যাংক, যা আগামী ১ জানুয়ারি থেকে কার্যকর হবে। বিশ্বব্যাংকের তথ্য অনুযায়ী, বাংলাদেশসহ বিভিন্ন দেশে রেমিট্যান্স পাঠানোর খরচ বাড়ছে। এসব তথ্য বিশ্লেষণ করে খরচ কমানোর উপায় নির্ধারণ করবে কেন্দ্রীয় ব্যাংক। বর্তমানে দেশে রেমিট্যান্সের অর্থ গ্রাহকের হিসাবে জমা করতে ব্যাংকগুলো কোনো ফি নিতে পারে না, ফলে কিছুটা খরচ কমেছে। এছাড়া বিদেশি এক্সচেঞ্জ হাউসগুলোর বিনিময় হার নির্ধারণে সমতা আনার দিকেও নজর দেবে বাংলাদেশ ব্যাংক। এই উদ্যোগে রেমিট্যান্স প্রক্রিয়া আরও স্বচ্ছ ও সাশ্রয়ী হবে বলে আশা করা হচ্ছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।