ধর্ষণের শিকার পটুয়াখালীর শহীদ জসীম উদ্দীনের মেয়ে লামিয়ার (১৭) দাফন সম্পন্ন হয়েছে। রোববার সন্ধ্যায় পাঙ্গাশিয়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে জানাজা শেষে শহিদ বাবার কবরের পাশেই দাফন করা হয়েছে। এর আগে শনিবার রাত ১০টার দিকে ঢাকার শেখেরটেকের ভাড়া বাসায় নিজের কক্ষে ফাঁস দেন তিনি। সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।