Web Analytics

আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, বিগত আওয়ামী আমলে রাজনৈতিক উদ্দেশ্যে করা প্রায় ২০ হাজার মিথ্যা মামলা প্রত্যাহার করা হয়েছে। এসব মামলা প্রত্যাহারের পর বিভিন্ন অংশীজনরা আমাদের জানালেন, এসব মামলায় সত্যিকারের কিছু জঙ্গি ও সন্ত্রাসী রয়েছে। তাদের আশঙ্কা হচ্ছে- ধরেন ১০০ জনকে ‘জঙ্গি’ হিসেবে তকমা দেওয়া হয়, তার মধ্যে দেখা যায় ৫ থেকে ১০ জন সত্যি জঙ্গি। এ ব্যাপারে আমি নাবিলাকে বলেছি, জঙ্গি বা সন্ত্রাসী নয়- এমন কেউ যদি হয়রানিমূলক মামলায় অভিযুক্ত হন, তাদের বিষয়ে কনক্রিট প্রমাণ থাকলে আইন মন্ত্রণালয়ে নিয়ে আসলে সেটা দ্রুত সমাধান করা হবে। তিনি বলেন, সরকার জাতিসংঘের সঙ্গে গুম সংক্রান্ত বিষয়ে চুক্তি স্বাক্ষর করেছে। যাতে এই ধরনের গুমের ঘটনা দেশে আর না ঘটে। একই সময় শিল্প উপদেষ্টা আদিলুল রহমান খান বলেন, গুমের সব এভিডেন্স থাকার পরও বিভিন্ন বাধার কারণে আমাদের এখনো সংগ্রাম করতে হচ্ছে। গুম কমিশন ইতোমধ্যে দুটি রিপোর্ট দিয়েছে। এই দুটি রিপোর্ট দেওয়া মানে কমিশনের কাজ শেষ হয়ে গেছে- তা নয়। আমরা বিগত সরকারের নির্যাতনের ডিটেনশন সেন্টার, আয়নাঘর গুলো যদি মিউজিয়াম হিসেবে রক্ষা করতে পারি, তাহলে তা আগামী প্রজন্মের জন্য স্বৈরাচারের ইতিহাসের চিহ্নিত অংশ হয়ে থাকবে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।