Web Analytics

জাতীয় সংসদ নির্বাচনে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) আওতায় নির্বাচন কমিশনের ব্যালট প্রকল্পে ৪.৮ মিলিয়ন ডলার সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে জাপান, যার মোট ব্যয় ১৮.৫৩ মিলিয়ন ডলার। আগারগাঁওয়ে নির্বাচন ভবনে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন, ইউএনডিপির আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার ও জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনিচি উপস্থিত ছিলেন। এর আগে অস্ট্রেলিয়াও ২ মিলিয়ন ডলার সহায়তার ঘোষণা দেয়। এই অর্থ ইসির প্রাতিষ্ঠানিক ও কারিগরি সক্ষমতা বৃদ্ধি, ভোটার ও নাগরিক শিক্ষা, নারী-তরুণ অংশগ্রহণ, অনগ্রসর গোষ্ঠীর প্রতিনিধিত্ব এবং নির্বাচনী স্বচ্ছতা নিশ্চিত করতে ব্যয় করা হবে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।