Web Analytics

সিলেটের জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মো. সারওয়ার আলম বলেছেন, ১০ হাজার কোটি টাকায়ও কেউ তাকে কিনতে পারবে না এবং ঘুষ নেওয়ার প্রমাণ পাওয়া গেলে তিনি চাকরি ছেড়ে দেবেন। বুধবার সন্ধ্যায় জেলা প্রশাসন মিলনায়তনে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ ঘোষণা দেন।

সারওয়ার আলম সিলেট-১ আসনে এনসিপি প্রার্থী এহতেশামুল হকের সঙ্গে বৈষম্যের অভিযোগ নাকচ করে বলেন, আইনের বিধান অনুযায়ী তার মনোনয়ন বাতিল করা হয়েছে, এতে কোনো ব্যক্তিগত সিদ্ধান্ত জড়িত নয়। তিনি জানান, যাচাই-বাছাইয়ের পরদিন দুপুর ২টা পর্যন্ত নাগরিকত্ব ত্যাগের ডকুমেন্ট জমা দেওয়ার সময় দেওয়া হয়েছিল। যুক্তরাজ্য প্রবাসী এম এ মালিক ও জাহিদুর রহমান প্রয়োজনীয় কাগজ জমা দিলেও এহতেশামুল হক তা দিতে ব্যর্থ হন।

তিনি বলেন, এখানে কোনো লেনদেনের প্রশ্নই ওঠে না এবং এসব অভিযোগ ভিত্তিহীন। সোশ্যাল মিডিয়ায় ভুয়া খবর ছড়িয়ে নির্বাচন নিয়ে বিভ্রান্তি সৃষ্টি করা অনুচিত বলে তিনি সতর্ক করেন।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।