চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) নগরীর ৪১টি ওয়ার্ডে ১৫ হাজার বেওয়ারিশ কুকুরকে টিকার আওতায় আনতে একটি টিকাদান কর্মসূচি শুরু করেছে। জলাতঙ্ক নির্মূলের লক্ষ্যে এই উদ্যোগের ঘোষণা দেওয়া হয় বৃহস্পতিবার টাইগারপাসে চসিক কার্যালয়ে আয়োজিত এক এডভোকেসি সভায়। সভায় সভাপতিত্ব করেন চসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. ইমাম হোসেন রানা এবং উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা ও সচিব মো. আশরাফুল আমিন।
সভায় বক্তারা বলেন, নিয়মিত ও পরিকল্পিতভাবে বেওয়ারিশ কুকুরের টিকাদান কার্যক্রম বাস্তবায়ন করা গেলে নগরীতে জলাতঙ্ক রোগের ঝুঁকি উল্লেখযোগ্যভাবে কমে আসবে। জনস্বার্থে এই কর্মসূচিতে নগরবাসীর সহযোগিতা কামনা করা হয়।
চসিকের এই উদ্যোগের মাধ্যমে চট্টগ্রামকে জলাতঙ্কমুক্ত শহর হিসেবে গড়ে তোলার প্রচেষ্টা জোরদার করা হচ্ছে।