নবম পে-স্কেল ডিসেম্বরের মধ্যে বাস্তবায়নের দাবিতে সরকারি কর্মচারীরা হঠাৎ বৈঠকের ডাক দিয়েছেন। আগামী শনিবার (২২ নভেম্বর) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চতুর্থ শ্রেণি কর্মচারী সমিতির অফিসে এই বৈঠক অনুষ্ঠিত হবে। বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের ১২টি সংগঠনের পাশাপাশি আরও ডজনখানেক সংগঠনের প্রতিনিধিরা এতে অংশ নেবেন। ঐক্য পরিষদের সমন্বয়ক মো. মাহমুদুল হাসান জানিয়েছেন, আলোচনার মাধ্যমে পে-স্কেল বাস্তবায়নের দাবিতে কর্মসূচি চূড়ান্ত করা হবে। বৈঠকের লক্ষ্য হলো বিভিন্ন কর্মচারী সংগঠনকে ঐক্যবদ্ধ করে দাবি আদায়ের আন্দোলনকে শক্তিশালী করা। এই বৈঠক থেকেই পরবর্তী কর্মসূচি ও সম্ভাব্য আন্দোলনের দিকনির্দেশনা নির্ধারিত হবে বলে জানা গেছে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।