ঈদ শুভেচ্ছা বিনিময়কালে উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, ‘এ বছর ঈদুল আজহায় যাতায়াত, কুরবানি, কুরবানির মাংসসহ বিভিন্ন ক্ষেত্রে অন্য যেকোনো বছরের তুলনায় সার্বিকভাবে ভালো ও স্বস্তিদায়ক ছিল।’ উপদেষ্টা বলেন, স্বস্তির বিষয় হলো- এ বছর কুরবানিতে প্রতিবেশি কোনো রাষ্ট্র থেকে গবাদি পশু আমদানি করা হয়নি; এর ফলে দেশীয় খামারিদের অনেক বেশি গরু বিক্রি হয়েছে। তিনি বলেন, এতিমখানা ও মাদ্রাসা কুরবানির পশুর চামড়া নিয়েছে। সরকারের পক্ষে বিনামূল্যে লবণ সরবরাহ করা হলেও পশুর চামড়া সংরক্ষণে অভিজ্ঞতা না থাকার ফলে কিছুটা সমস্যার সৃষ্টি হয়েছিল। চামড়ার দাম কাঙ্ক্ষিত মাত্রায় না থাকলেও পূর্বের যেকোনো বছরের চেয়ে তুলনামূলকভাবে ভালো ছিল।