Web Analytics

জুলাই আন্দোলনে শহীদদের খুনির জামিনের প্রতিবাদে রোববার মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের সামনে বিক্ষোভ করছেন শহীদ ও আহত পরিবারের সদস্যরা। তারা আইন উপদেষ্টা ও বিশেষ সহকারী খোদা বখস চৌধুরীর পদত্যাগের দাবি জানান। যাত্রাবাড়ীতে পুলিশের গুলিতে শহীদ ইমাম হাসান তায়িমের বড় ভাই রবিউল হাসানের সঞ্চালনায় এ সময় বক্তৃতা করেন বিভিন্ন জেলা থেকে আসা ব্যক্তিরা। তারা অভিযোগ করেন, চিহ্নিত খুনিদের জামিন হলেও আইন উপদেষ্টা এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। উলটো প্রতিবাদ করতে গেলে বখসের নির্দেশে পুলিশ আমাদের ওপর হামলা করেছে। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত রাখবেন বলেন তারা। আরো বলেন, হত্যাকারীদের এখনো গ্রেফতার করা হচ্ছে না। আবার হত্যা মামলার আসামিরা জামিন পাচ্ছেন।জুলাই হত্যায় জড়িত পুলিশের একজন উপপরিদর্শককে জামিন দেওয়া হয়েছে। পরে তারা মিছিল নিয়ে হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়ে অবস্থান নেন। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমরণ অনশন কর্মসূচি পালন করা হবে বলেও জানান।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

একনজর এর পরীক্ষামূলক বেটা সংস্করণ চলছে। যেকোন ভুল-ত্রুটি ক্ষমা সুন্দর চোখে দেখার এবং আমাদের উন্নতির জন্য গঠনমূলক মতামত দেয়ার অনুরোধ জানাচ্ছি।