Web Analytics

প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক বিধান রঞ্জন রায় পোদ্দার জানিয়েছেন, বছরের প্রথম দিনেই দেশের সব প্রাথমিক শিক্ষার্থী তাদের পাঠ্যবই হাতে পেয়েছে। বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকালে রাজধানীর আগারগাঁওয়ের আবুল বাসার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বই বিতরণ কার্যক্রম উদ্বোধনের পর তিনি এ তথ্য জানান। উপদেষ্টা বলেন, এবারের বইয়ের মান আগের তুলনায় আরও ভালো হয়েছে।

তিনি আরও জানান, সরকার এ বছর প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের জন্য মোট ৩০ কোটি বিনা মূল্যের বই ছাপিয়েছে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে রাষ্ট্রীয় শোক চলমান থাকায় এবার বই উৎসব আয়োজন না করে অনানুষ্ঠানিকভাবে শিক্ষার্থীদের হাতে বই তুলে দেওয়া হয়েছে।

উপদেষ্টার বক্তব্যে সরকারের সময়মতো বই বিতরণের অঙ্গীকার এবং জাতীয় শোকের মধ্যেও শিক্ষার ধারাবাহিকতা বজায় রাখার প্রচেষ্টা প্রতিফলিত হয়েছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।