Web Analytics

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নেওয়ার উদ্দেশ্যে একটি বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স ফ্লাইটকে ‘ভিভিআইপি মুভমেন্ট’ হিসেবে ঘোষণা করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন খালেদা জিয়াকে নিতে ৯ ডিসেম্বর ঢাকায় পৌঁছাবে এয়ার অ্যাম্বুলেন্সটি এবং ১০ ডিসেম্বর লন্ডনের উদ্দেশে রওনা হবে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ ইতোমধ্যে ফ্লাইটটির অবতরণের অনুমতি দিয়েছে।

বিমানবন্দরের নির্বাহী পরিচালক ক্যাপ্টেন এস এম রাগীব সামাদ জানিয়েছেন, ভিভিআইপি প্রটোকল অনুযায়ী ফ্লাইটটির নিরাপত্তা ও অপারেশনাল প্রস্তুতি সম্পন্ন করা হচ্ছে। রুট ও সময়সূচি চূড়ান্ত হলে সংশ্লিষ্ট ইউনিটগুলো সক্রিয় হবে। দীর্ঘদিন ধরে অসুস্থ খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার অনুমতি চেয়ে বিএনপি বারবার আবেদন জানিয়ে আসছিল।

সরকারের এই অনুমোদনকে রাজনৈতিক ও মানবিক উভয় দিক থেকেই গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। ফ্লাইট চলাকালে বাড়তি নিরাপত্তা ও নজরদারি থাকবে বলে ধারণা করা হচ্ছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।