Web Analytics

কম্বোডিয়ার সঙ্গে বিরোধপূর্ণ সীমান্ত এলাকায় থাই সেনাদের হাতে হিন্দু দেবতা বিষ্ণুর একটি মূর্তি ধ্বংসের ঘটনায় ভারত তীব্র নিন্দা জানিয়েছে। গত ২২ ডিসেম্বর থাইল্যান্ডের আন সেস এলাকার ভেতরে প্রায় ১০০ মিটার দূরে থাকা ২০১৪ সালে নির্মিত মূর্তিটি এক্সকাভেটর দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, এ ধরনের ঘটনা বিশ্বজুড়ে ধর্মীয় অনুসারীদের অনুভূতিতে আঘাত হানে এবং দুই দেশকে সংযম ও সংলাপের মাধ্যমে শান্তি বজায় রাখতে আহ্বান জানায়।

কম্বোডিয়ার প্রেয়া বিহার প্রদেশের মুখপাত্র লিম চানপানহা ঘটনাটিকে ধর্মীয় অসম্মান হিসেবে নিন্দা জানান। তিনি বলেন, বৌদ্ধ ও হিন্দু উভয় ধর্মাবলম্বীর কাছে এমন মন্দির ও মূর্তি পবিত্র। থাই-কম্বোডিয়া সীমান্তে জুলাই থেকে শুরু হওয়া সংঘর্ষ মার্কিন মধ্যস্থতায় সাময়িকভাবে থেমে গেলেও ডিসেম্বর মাসে তা আবার জ্বলে ওঠে।

বিশ্লেষকদের মতে, এই ঘটনা দুই দেশের সম্পর্ককে আরও জটিল করে তুলতে পারে এবং সীমান্ত শান্তি প্রক্রিয়ায় নতুন বাধা সৃষ্টি করতে পারে। আন্তর্জাতিক মহল নতুন করে মধ্যস্থতার আহ্বান জানাতে পারে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।