Web Analytics

গুয়াহাটিতে দ্বিতীয় টেস্টে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে করুণ অবস্থায় পড়েছে ভারত, ঘরের মাঠেই সিরিজ হারার শঙ্কায় রয়েছে তারা। কলকাতার ইডেন গার্ডেন্সে প্রথম টেস্টে ইনিংস ব্যবধানে হারের পর গুয়াহাটিতেও ব্যাটিং বিপর্যয়ে পড়েছে ঋষভ পন্থের দল। দক্ষিণ আফ্রিকা প্রথম ইনিংসে ৪৮৯ রান তোলে, যেখানে সেনুরান মুথুসামি করেন ১০৯ ও মার্কো ইয়ানসেন ৯৩ রান। জবাবে ভারত ২০১ রানে অলআউট হয়; যশস্বী জয়সওয়াল ৫৮ ও ওয়াশিংটন সুন্দর ৪৮ রান করেন। ইয়ানসেন ৬ উইকেট ও সায়মন হারমার ৩ উইকেট নেন। ২৮৮ রানে এগিয়ে থেকেও দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা ফলোঅন না দিয়ে ব্যাটিংয়ে নামেন। তৃতীয় দিনের শেষে প্রোটিয়ারা ২৬/০ স্কোরে ৩১৪ রানে এগিয়ে আছে। সিরিজে টিকে থাকতে হলে এখন অলৌকিক কিছুই প্রয়োজন ভারতের।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।