মার্কিন ডলারের দাম বেড়ে যাওয়া ও ফেডারেল রিজার্ভের সুদের হার নিয়ে অনিশ্চয়তার কারণে সোমবার (২৪ নভেম্বর) আন্তর্জাতিক বাজারে টানা তৃতীয় দফায় স্বর্ণের দাম কমেছে। রয়টার্স জানিয়েছে, মার্কিন বাজারে স্পট স্বর্ণের দাম ০.৪ শতাংশ কমে প্রতি আউন্স ৪,০৪৫.৫৮ ডলারে নেমেছে, আর ডিসেম্বরের ফিউচার স্বর্ণের দাম ০.৯ শতাংশ কমে ৪,০৪২.৫০ ডলারে দাঁড়িয়েছে। বিশ্লেষকরা বলছেন, ডলারের মূল্য ছয় মাসের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে, যা অন্যান্য মুদ্রার ক্রেতাদের জন্য স্বর্ণ কেনা ব্যয়বহুল করছে। সিএমই ফেডওয়াচ টুল অনুযায়ী, আগামী মাসে ফেডের সুদের হার কমানোর সম্ভাবনা ৭৪ শতাংশ থেকে নেমে ৬৯ শতাংশে এসেছে। ফেড কর্মকর্তারা হার অপরিবর্তিত রাখার পক্ষে অবস্থান নিয়েছেন। রিলায়েন্স সিকিউরিটিজের বিশ্লেষক জিগার ত্রিবেদী মনে করেন, আগামী তিন থেকে পাঁচ সপ্তাহে স্বর্ণের দামে বড় পরিবর্তন না এলেও সামান্য পতন হতে পারে। এদিকে, রুপার দাম ০.১ শতাংশ কমেছে, তবে প্ল্যাটিনাম ও প্যালাডিয়ামের দাম বেড়েছে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।