Web Analytics

সিলেট নগরীর ২৩টি ঝুঁকিপূর্ণ ভবন দ্রুত অপসারণের উদ্যোগ নিয়েছেন জেলা প্রশাসক মো. সারওয়ার আলম। সাম্প্রতিক ভূমিকম্প আতঙ্কের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রায় ছয় বছর আগে এসব ভবনকে অতি ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হলেও সিলেট সিটি করপোরেশন কোনো পদক্ষেপ নেয়নি। সোমবার বিকেলে বিভাগীয় কমিশনার খান মো. রেজা উন-নবীর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে ভূমিকম্প মোকাবিলায় করণীয় নিয়ে আলোচনা হয়। সভায় জানানো হয়, সংকীর্ণ রাস্তাগুলোর কারণে উদ্ধারকাজে ফায়ার সার্ভিসের গাড়ি প্রবেশে সমস্যা হতে পারে। তালিকাভুক্ত ভবনগুলোর মধ্যে সরকারি-বেসরকারি অফিস, মার্কেট, বিদ্যালয় ও বাসাবাড়ি রয়েছে। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, সিলেটের প্রায় ৪২ হাজার ভবনের অধিকাংশই ভূমিকম্প সহনীয় নয় এবং ৬০–৬৫ শতাংশ ভবন নির্মাণে বিধিমালা মানা হয়নি। সিটি করপোরেশন জানিয়েছে, ঝুঁকিপূর্ণ ভবন সংস্কার ও অপসারণের বিষয়ে কমিটি কাজ করছে এবং দ্রুত পদক্ষেপ নেওয়া হবে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।