Web Analytics

দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে অনুষ্ঠিত জি-২০ সম্মেলনে মার্কিন যুক্তরাষ্ট্রের বয়কট ও কঠোর আপত্তি সত্ত্বেও জলবায়ু সংকটসহ বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় একটি যৌথ ঘোষণাপত্র গৃহীত হয়েছে। হোয়াইট হাউস অভিযোগ করেছে, দক্ষিণ আফ্রিকা জি-২০ সভাপতিত্বকে 'অস্ত্র হিসেবে ব্যবহার' করেছে এবং যুক্তরাষ্ট্রের অংশগ্রহণ ছাড়াই ঘোষণাপত্র অনুমোদন করেছে। দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসার মুখপাত্র জানান, ঘোষণাপত্রটি পুনরায় আলোচনার সুযোগ নেই। যুক্তরাষ্ট্র জলবায়ু পরিবর্তন সংক্রান্ত ভাষা অন্তর্ভুক্তির বিরোধিতা করে, যা ট্রাম্প প্রশাসনের নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। আর্জেন্টিনাও ভূরাজনৈতিক কারণে ঘোষণাপত্রে সই করেনি। ঘোষণায় নবায়নযোগ্য জ্বালানি, দরিদ্র দেশগুলোর ঋণসহায়তা এবং বৈশ্বিক সহযোগিতার ওপর জোর দেওয়া হয়েছে। দক্ষিণ আফ্রিকা জানায়, অধিকাংশ সদস্য দেশ সমর্থন দিয়েছে এবং আফ্রিকার নেতৃত্বের গুরুত্ব এতে প্রতিফলিত হয়েছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।