Web Analytics

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বাংলাদেশ খেলাফত মজলিস কিশোরগঞ্জ–৪ আসনের প্রাথমিকভাবে মনোনীত প্রার্থী মাওলানা খায়রুল ইসলাম ঠাকুরকে বহিষ্কার করেছে। বৃহস্পতিবার দলের গঠনতন্ত্রের ৩০ ধারা মোতাবেক মহাসচিব মাওলানা জালালুদ্দিন আহমদ তাকে প্রাথমিক সদস্যপদসহ সব সাংগঠনিক দায়িত্ব থেকে সাময়িকভাবে বহিষ্কার করেন।

দলটি জানায়, সংগঠনের শৃঙ্খলা, আদর্শ ও কেন্দ্রীয় সিদ্ধান্ত বাস্তবায়নের স্বার্থে এই সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে। একই সঙ্গে দলের সব পর্যায়ের নেতা-কর্মীকে মাওলানা খায়রুল ইসলাম ঠাকুরের সঙ্গে কোনো ধরনের নির্বাচনসংক্রান্ত বা সাংগঠনিক সম্পর্ক না রাখার কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, বর্তমানে কিশোরগঞ্জ–৪ (অষ্টগ্রাম–ইটনা–মিঠামইন) আসনে খেলাফত মজলিসের কোনো স্বীকৃত প্রার্থী নেই। ১১ দলীয় নির্বাচনি ঐক্যের পারস্পরিক সমঝোতা অনুযায়ী আসনটি জামায়াতে ইসলামীর জন্য নির্ধারিত হয়েছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।