Web Analytics

সিরাজগঞ্জ শহরে কলেজ ছাত্র আব্দুর রহমান রিয়াদ হত্যার ঘটনায় প্রধান আসামি মো. সাকিনকে গ্রেপ্তার করেছে র‌্যাব সদস্যরা। বৃহস্পতিবার র‌্যাব-১২ এর সহকারী পুলিশ সুপার মো. উসমান গণি স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। সাকিন সিরাজগঞ্জ পৌর এলাকার ধানবান্ধি মহল্লার মতি শেখের ছেলে। তাকে মঙ্গলবার দুপুরে ঢাকা জেলার সাভার থানার আলফা জোন অ্যান্ড কোম্পানি এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৮ ডিসেম্বর বিকেলে সিরাজগঞ্জ শহরের মুজিব সড়কে একটি সিএনজির ভিতরে বসে থাকা অবস্থায় ৩০-৩৫ জন অজ্ঞাত যুবক ধারালো অস্ত্র নিয়ে কলেজ ছাত্র রিয়াদকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করে। ঘটনার পর নিহতের পিতা রেজাউল করীম বাদী হয়ে সাকিনকে প্রধান আসামি করে ১১ জনের নাম উল্লেখসহ ২০-২৫ জন অজ্ঞাত যুবককে আসামি করে সদর থানায় মামলা করেন। হত্যার পর থেকে সাকিন পলাতক ছিলেন এবং ৭ জানুয়ারি তাকে গ্রেপ্তার করা হয়।

ঘটনার তদন্ত বা হত্যার কারণ সম্পর্কে এখনো বিস্তারিত কিছু জানানো হয়নি।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।