Web Analytics

এনবিআর পুনর্গঠনের সিদ্ধান্তের পর স্টাফদের লাগাতার আন্দোলন এবং কমপ্লিট শাটডাউন কর্মসূচির প্রেক্ষিতে সরকার বিবৃতি দিয়ে বলেছে, রাষ্ট্রের প্রয়োজনের তুলনায় আমাদের রাজস্ব সংগ্রহ অনেক কম। এর মূল কারণ হলো রাজস্ব আহরণ ব্যবস্থাপনার নানা দুর্বলতা, অনিয়ম ও দুর্নীতি। এ প্রেক্ষিতে সরকার এনবিআর পুনর্গঠনের সিদ্ধান্ত নিয়েছে। কিন্তু এই সংস্কারের বিরুদ্ধে দাঁড়িয়েছে আন্দোলনরতরা। সরকার বলেছে, গত ২ মাস ধরে দেশের ব্যবসা-বাণিজ্য, আমদানী-রপ্তানি এবং রাজস্ব আদায় কার্যক্রম অন্যায় ও অনৈতিকভাবে ব্যাহত করে মারাত্মকভাবে ব্যাহত করছে তারা। আলোচনার পথকেও বন্ধ করে রেখেছে উল্লেখ করে সরকার বলেছে, এ পরিস্থিতিতে এনবিআর আওতাধীন সকল কাস্টমস হাউস, আইসিডি, বন্ড কমিশনারেট এবং শুল্ক স্টেশনসমূহের সকল শ্রেণির চাকরিকে অত্যাবশ্যকীয় সার্ভিস ঘোষণা করার সিদ্ধান্ত নিয়েছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।