Web Analytics

ভারতের সাংবাদিক ময়ূখ রঞ্জন ঘোষ মানেই বিনোদনে ভরপুর। তার বলা সংবাদ এবং এর সত্যতা থেকে অঙ্গভঙ্গি, লাফিয়ে চলা আর চিল্লানোকেই দর্শক উপভোগ করেন বেশি। আজগুবি খবর এবং বাংলাদেশ দখল হবে, চট্রগ্রাম দখল হবে এমন আরো অনেক উদ্ভট বক্তব্যের জন্য বাংলাদেশে সমালোচিত তিনি। হিন্দুত্ববাদী ও মৌলবাদ প্রশ্নে সোমবার ৩ জানুয়ারি রাতে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম ময়ূখের সাথে অনলাইনে লাইভ শেয়ার করেন। এদিন শান্ত ছিল ময়ূখ, প্রশ্ন করেন সেন্টমার্টিন বিক্রি প্রসঙ্গ, ঢাকার সব হোটেলে গরুর মাংস রাখা ইস্যু, এমনকি শেখ হাসিনার ছবি ডাস্টবিনে রাখা প্রসঙ্গেও! একে ভারত বাংলাদেশ ম্যাচ বলে অভিহিত করেন ময়ূখ। দাবি করেন প্রধান উপদেষ্টা তাকে ফলো করার জন্য পাঁচজন স্ট্যান্ডবাই রেখে দিয়েছেন। শফিকুল আলম ময়ূখকে ইউনুসের ইন্টারভিউ নিতে আমন্ত্রণ জানান।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

একনজর এর পরীক্ষামূলক বেটা সংস্করণ চলছে। যেকোন ভুল-ত্রুটি ক্ষমা সুন্দর চোখে দেখার এবং আমাদের উন্নতির জন্য গঠনমূলক মতামত দেয়ার অনুরোধ জানাচ্ছি।