খালেদা জিয়ার সাবেক প্রেস সচিব মারুফ কামাল খান তার পোস্টে লিখেছেন, 'সালমান এফ রহমানের ছেলে ও ভাতিজার সম্পদ জব্দের পর যুক্তরাজ্য হাসিনার মন্ত্রী সাইফুজ্জামানের সম্পদ জব্দ করল। বাংলাদেশের ইতিহাসে লুটেরা পতিত শাসকদের বিদেশে সম্পদ জব্দ হবার ঘটনা নজিরবিহীন।’ আরও লিখেছেন, ‘অভিনন্দন ড. মুহাম্মদ ইউনূস এই সাফল্যের জন্য। ফ্যাসিস্ট আওয়ামী লীগের নির্লজ্জ দুর্নীতিবাজেরা এখনো, কথা বলে, মুখ দেখায়, রাজনীতি করতে চায়! ধিক্কার।’