রংপুরের কাউনিয়া উপজেলার বালাপাড়া ইউনিয়নের গেদ্দ বালাপাড়া গ্রামে ফসলি জমির মাটি কেটে বিক্রির অভিযোগে এক কৃষককে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সহকারী ভূমি কমিশনার (এসিল্যান্ড) অংকন পাল নেতৃত্বে পরিচালিত অভিযানে জমির মালিক আহমেদ আলীকে এই জরিমানা করা হয়। অভিযোগ ছিল, তিনি ট্রাক্টর দিয়ে জমির উর্বর মাটি কেটে ইটভাটাসহ বিভিন্ন স্থানে বিক্রি করছিলেন, যার ফলে ফসলি জমি ও সরকারি সড়ক ক্ষতিগ্রস্ত হচ্ছিল।
এসিল্যান্ড অংকন পাল জানান, ফসলি জমির মাটি কাটা ও বিক্রি সম্পূর্ণ অবৈধ এবং এটি কৃষি উৎপাদন, পরিবেশের ভারসাম্য ও অবকাঠামোর জন্য ক্ষতিকর। তিনি আরও বলেন, এ ধরনের অবৈধ কর্মকাণ্ড রোধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।
স্থানীয় বাসিন্দারা প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এবং ফসলি জমির মাটি কাটা ও বিক্রি স্থায়ীভাবে বন্ধের দাবি জানিয়েছেন। ঘটনাটি গ্রামীণ এলাকায় ভূমি ব্যবস্থাপনা ও পরিবেশ সুরক্ষার চ্যালেঞ্জকে নতুনভাবে সামনে এনেছে।