যুক্তরাষ্ট্র বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের সব ধরনের ভিসা প্রক্রিয়া স্থগিত করার ঘোষণা দিয়েছে। আগামী ২১ জানুয়ারি ২০২৬ থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর হবে এবং এটি অনির্দিষ্টকালের জন্য বহাল থাকবে। রয়টার্স ও ফক্স নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় সংশ্লিষ্ট দেশগুলোর কনস্যুলার অফিসে নির্দেশনা পাঠিয়েছে যাতে ভিসা ইস্যু বন্ধ রাখা হয় এবং বর্তমান যাচাই-বাছাই প্রক্রিয়া পুনর্মূল্যায়ন করা হয়।
মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র টমি পিগট জানান, মন্ত্রণালয় দীর্ঘদিনের অভিজ্ঞতার ভিত্তিতে ভিসা প্রক্রিয়াকরণ পুনর্মূল্যায়ন করছে। এর লক্ষ্য হলো এমন বিদেশি নাগরিকদের প্রবেশ রোধ করা যারা যুক্তরাষ্ট্রের সরকারি ত্রাণ বা সুযোগ-সুবিধার ওপর নির্ভর করতে পারেন। এই সিদ্ধান্ত ২০২৫ সালের নভেম্বরে জারি করা এক নির্দেশনার ধারাবাহিকতায় এসেছে, যেখানে কনস্যুলার অফিসারদের অভিবাসন আইনের ‘পাবলিক চার্জ’ বিধান কঠোরভাবে প্রয়োগের নির্দেশ দেওয়া হয়েছিল।
নির্দেশনায় আরও বলা হয়েছিল, যেসব আবেদনকারী স্বাস্থ্যগতভাবে দুর্বল, ইংরেজি ভাষায় দুর্বল, বা দীর্ঘমেয়াদি চিকিৎসা সহায়তার প্রয়োজন হতে পারে, তাদের ভিসা আবেদন প্রত্যাখ্যান করতে হবে।