জামায়াত আমির শফিকুর রহমান বলেছেন, জাতীয় স্বার্থে স্পর্শকাতর ও বিতর্কিত বিষয়গুলো আসুন সবাই এড়িয়ে চলি। সংকট উত্তরণে ইতিবাচক ভূমিকা কেবল জাতিকে উপকৃত করবে। নেতিবাচক ভূমিকা কখনোই কল্যাণ বয়ে আনে না। প্রসঙ্গত, রাখাইনে করিডোর এবং চট্রগ্রাম বন্দর ব্যবস্থাপনা বিদেশি কোম্পানিকে ছেড়ে দেওয়ার মতো বিষয়গুলো নিয়ে সরকার এবং বিভিন্ন পক্ষের মধ্যে সংকট সৃষ্টি হয়েছে। এই পরিস্থিতিতে জামায়াত আমির এইরকম অবস্থান জানান।